বাংলায় সি প্রোগ্রামিং শিখুন - ৫৫ মিনিটের ভিডিও টিউটরিয়াল
বাংলায় সি প্রোগ্রামিং শিখুন - ৫৫ মিনিটের ভিডিও টিউটরিয়াল
আসসালামুআলাইকুম, আমি মনিরুজ্জামান আকাশ। পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে পড়ছি। এটা আমার ৪র্থ বর্ষ। আমার জীবনের প্রথম প্রোগ্রামিং শুরু সি প্রোগ্রামিং দিয়ে। তাই সি প্রোগ্রামিং এর প্রতি রয়েছে অসম্ভব ভালবাসা।
আচ্ছা, আজকে আমি আপনাদের সাথে সি প্রোগ্রামিং এর বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে রিয়েল-টাইম এক্সাম্পল দেখাব যাতে আপনাদের সি প্রোগ্রামিং পুরোপুরি বুঝতে, শিখতে সহজ হয়।
এই টিউটরিয়ালে আমরা যা যা দেখব-
- সি প্রোগ্রামিং এ্রর একটা কোড কিভাবে কাজ করে
- সি প্রোগ্রামিং ভ্যারিয়েবল
- সি প্রোগ্রামিং ডাটা টাইপ
- সি প্রোগ্রামিং ইনপুট-আউটপুট
- সি প্রোগ্রামিং ইফ-এলস
- সি প্রোগ্রামিং লুপ- for লুপ, while লুপ
- সি প্রোগ্রামিং এরে Array
সাথে আমরা যে যে এক্সাম্পলগুলো কাভার করার চেষ্টা করব সেগুলো হল-
- হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম
- ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে প্রিন্ট করার প্রোগ্রাম
- ছোট-বড় সংখ্যা বের করার প্রোগ্রাম
- জোড়-বিজোড় সংখ্যা বের করার প্রোগ্রাম
- টুটাল সামিং প্রোগ্রাম - for, while লুপ ব্যবহার করে
- এরেতে ভ্যালু ইনসার্ট, রিড, প্রিন্ট ইত্যাদি
সি প্রোগ্রামিং ভিডিও টিউটরিয়ালঃ
কোডসমুহঃ
Hello World Program Example
#include <stdio.h>
main()
{
printf("Welcome To Our C Programming");
return 0;
}
Print Scan from Input C Program Example
#include <stdio.h>
main()
{
int number;
float price;
double total_price;
//Give a number
printf("Enter a number = ");
scanf("%d", &number);
printf("Enter Product Price = ");
scanf("%f", &price);
printf("Enter total price = ");
scanf("%lf", &total_price);
printf("Number = %d\t Price = %.2f\tTotal Price = %.3lf\n", number, price, total_price);
}
If-Else Even, Odd C Program Example
#include <stdio.h>
main()
{
int number;
printf("Please enter a number = ");
scanf("%d", &number);
//Positive or negative check
if (number > 0){
printf("Number is Positive\n");
}else if(number == 0){
printf("ooops... This is zero\n");
}
else{
printf("Number is Negative\n");
}
// Even Odd Check
if (number % 2 == 0){
printf("Even number\n");
}else{
printf("Odd number\n");
}
}
For Loop - Even,odd,Total Summation C Program Example
#include <stdio.h>
main()
{
int number, i, sum = 0;
printf("Please enter upto number = ");
scanf("%d", &number);
//Even
printf("\nEven Numbers = ");
for(i = 0; i <= number; i = i+2){
printf("%d\t", i);
}
//Odd
printf("\nOdd Numbers = ");
for(i = 1; i <= number; i = i+2){
printf("%d\t", i);
}
//3 = 1+2+3 = 6
//Summing Using For Loop
for(i = 1; i <= number; i++){
sum = sum + i;
}
printf("\nTotal Summation = %d\n", sum);
}
While Loop - Even,odd,Total sum C Program Example
#include <stdio.h>
main()
{
int number, i = 0, sum = 0;
printf("Please enter upto number = ");
scanf("%d", &number);
//Summing Using While Loop
while(i <= number)
{
sum = sum + i;
i++;
}
printf("\nTotal Summation = %d\n", sum);
}
Array - Array insert, read C Program Example
#include <stdio.h>
main()
{
int number, i;
printf("Enter upto = ");
scanf("%d", &number);
int numbers[10000];
for(i = 0; i < number; i++){
printf("Element %d = ", i);
scanf("%d", &numbers[i]);
}
printf("Full numbers are = ");
for(i = 0; i < number; i++){
printf("%d\n", numbers[i]);
}
}
আশা করি ধৈর্য নিয়ে যদি ৫৫ মিনিটের এই টিউটরিয়ালগুলো শেষ করলে আপনি নিজেই সি প্রোগ্রামিং এর বাকিটা পথ আগাতে পারবেন, আর সেরকম ইন্সট্রাকশনও দেয়া আছে এখানে।
তারপর্ব যদি কোনো সমস্যা হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন।
ফেইসবুকে আমি - Maniruzzaman Akash
ইমেইলে - manirujjamanakash@gmail.com
ইউটিউবে - Maniruzzaman-Akash
Subscribe to:
Post Comments
(
Atom
)
Thankyou brother.
ReplyDelete